মোহাম্মদ শাহাবউদ্দীন,মহেশখালী | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। মহেশখালীর একমাত্র ফায়ার সার্ভিস স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় চকরিয়া থেকে ফায়ার সার্ভিস টিম এসে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাও সহযোগিতা করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ সিরাজুল মোস্তাফা, কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের ঘটনার তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিঠি গঠন করা হয়।প্রত্যক্ষদর্শীর বরাত মতে, নতুন বাজারের ভিতরে অবস্থিত মসজিদের পাশের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারানা করা হচ্ছে। আগুন মুহুর্র্তেরমধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও লেগে যায়। এতে অন্তত শতাধিক বিভিন্ন প্রকার মালামালের দোকান পুড়ে গেছে। এছাড়াও আরো বেশ কিছু দোকান নানাভাবে ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে নানাভাবে আগুন নিয়ন্ত্রর চেষ্টা চালায়। খুব দ্রুত সময়ে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়ায় চকরিয়া থেকে ফায়ার সার্ভিসের আরো ৪টি গাড়ী এসে যৌথ প্রচেষ্টায় সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: জামিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত নির্দিষ্টভাবে বলা না গেলেও মসজিদের আশেপাশের কোনো দোকান থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে মহেশখালী ফায়ার সার্ভিস। কিন্তু তাতে সংকুলান না হওয়ায় চকরিয়া থেকেও ফায়ার সার্ভিস টিম আনা হয়। সবার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিঠি গঠন করেছে প্রশাসন।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh