মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালী | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
মহেশখালীতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরীকে স্মার্ট কার্ড তুলে দেন। পরে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের হাতে স্মার্ট কার্ড বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলন্দু কিশোর পালের সভাপতিত্ব ও মহেশখালী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান, মাতারবাড়ী উপজেলা চেয়ারম্যান আবু হায়দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলন্দু কিশোর পাল জানান, মহেশখালী উপজেলার পৌরসভা ও ৮ ইউনিয়নের ২ লক্ষ কার্ড প্রস্তুত রয়েছে। উক্ত কার্ড নিতে কোন প্রকার টাকা দিতে হবে না। পুরাতন কার্ডটি নিয়ে নিম্নউক্ত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করার আহবান করা হয়।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh