দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ০৮ জুলাই ২০১৯
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লেখ থাকার পরও মাদক মামলা নিস্পত্তিতে এখনো বিশেষ ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়নি সে বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এখতিয়ারবিহীনভাবে মাদক মামলার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করায় ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চস্বপ্রনোদিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা চান। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আল ফয়সাল সিদ্দিকী।
আইনজীবী সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি ইয়াবা ও হেরোইন রাখার অভিযোগে রাজধানীর বংশাল থানায় মাসুদুল হক মাসুদ নামে একজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।বিচারিক আদালতে জামিনের আবেদন না-মঞ্জুর হলে হাইকোর্টে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। এ মামলায় আসামির বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানান তার আইনজীবী আল ফয়সাল সিদ্দিকী।
তিনি বলেন, হাইকোর্ট এ সময় উষ্মা প্রকাশ করেন এই বলে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৪ ধারায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এসব মামলা নিস্পত্তির কথা বলা হয়েছে। আর যতদিন এ বিষয়ে সরকার গেজেট নোটিফিকেশন না করবে ততদিন পর্যন্ত অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মাদক মামলার বিচারকাজ পরিচালনা করবেন।
কিন্তু ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে এখনো কোন উদ্যোগ নেওয়া হয়নি। একপর্যায়ে হাইকোর্ট এ বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা চান।আর শুনানি নিয়ে আসামি মাসুদুল হক মাসুদকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
Posted ৯:২১ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh