দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮
কণ্ঠশিল্পী নিপা আসছেন নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে। গানটির শিরোনাম ‘মনের দাবীদার’। এটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির।গানটির কথা লিখেছেন এইচ এম রিপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রাহাত ও নন্দিনী। মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েস মিউজিক টিম। এটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক।মিউজিক ভিডিও প্রসঙ্গে নিপা বলেন, আমরা একেকজন একেকজনের মনের দাবীদার। কিন্তু সঠিক মানুষটিকে মন কতজন দিতে পারি। এই গানটিতে সুন্দর একটি গল্প আছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh