দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
ফাইল ছবি
মিয়ানমারকে নতুন করে ৫০ হাজার ৫০৬ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তালিকাটি হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইনের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে চতুর্থ দফায় ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। মিয়ানমার এই তালিকা যাচাই-বাছাই করবে। সূত্র-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Posted ৩:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh