দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
আলমারির আর দশটা দামি শাড়ির সঙ্গে মেলানো যাবে না, হ্যান্ড পেইন্ট শাড়িটি। কারণ এই শাড়ি একটি ক্যানভাস যেখানে তুলির ছোঁয়ায় স্বপ্ন বাস্তবে রূপ পায়, আর প্রিয়জনের শরীরে জড়িয়ে শাড়িটিও হয়ে ওঠে স্বপ্ন পূরণের অংশ।
বিশেষ এই ভালোবাসার শাড়ির যত্নটাও তো বিশেষই হবে হবে। এটি যে আভিজাত্য, রুচি আর ভালোবাসার মিশেল।
হ্যান্ড পেইন্ট শাড়ির যত্ন কীভাবে নিতে হবে সে বিষয়ে জানালেন অতন্দ্রিলা আয়শি। অতন্দ্রিলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলার স্টুডেন্ট তিনি অনলাইনে কাজ করছেন হ্যান্ড পেইন্ট পোশাক নিয়ে, তার প্রতিষ্ঠানের নাম : দাঁড়কাক।
অতন্দ্রিলা বলেন, যখন কেউ শখ করে কেনেন বা তৈরি করেন, তার সঠিক সংরক্ষণ করতে জানাটাও জরুরি। নইলে পরিশ্রম, সাধ সব বিফলে যেতে পারে। একটি শাড়ি যে যুগের পর যুগ সুন্দরভাবে অক্ষত থাকতে পারে তা আমরা নানি দাদিদের সংরক্ষণ দেখেই বুঝতে পারি। এটা শুধু শুধু হয়নি, তার জন্য মানতে হয় বিশেষ কিছু নিয়মের।
জেনে নিন হ্যান্ড পেইন্ট শাড়ির সংরক্ষণের কিছু ঘরোয়া নিয়ম:
Posted ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh