| মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
দীপক শর্মার দীপু
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় একজন গাড়ির হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপার মোহাম্মদ নুরুল আজিম রাম কলঘর সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। এ সময় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালক । তবে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
১৭ নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রশিদ নগর মামুন মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান কক্সবাজার মুখে মালবাহী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গাড়ির হেলপার মোহাম্মদ নুরুল আজিমের মৃত্যু হয়। আহত চালককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রামু হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মোঃ মুজিবুর রহমান সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh