আল মাহমুদ ভূট্টো, রামু | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
রামু উপজেলার চেইন্দা এলাকায় আহমদ উল্লাহ নামে এক গাড়ির হেলপার নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় বসুন্ধরা এ্যামিউজমেন্ট ক্লাবের সামনে পিকআপ ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত গাড়ি হেলপার আহমদ উল্লাহ (৩৮) কক্সবাজার সদর উপজেলার লিংকরোড কোনারপাড়া এলাকার বজল মিয়ার ছেলে।নিহত ব্যক্তি পিকআপের সহযোগী (হেলপার) ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের যাত্রীবাহি স্পেশাল সার্ভিসের মিনিবাসটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। একই সময় বিপরীতমুখী একটি পিকআপের (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপ থাকা হেলপার আহমদ উল্লাহ।ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং থানা হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই মুজিবুর রহমান জানান, নিহত ব্যক্তি গাড়ির হেলপার। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে ।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh