দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসবেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
জোলির সফরের সূচি এখনো ঠিক হয়নি। তবে সব কিছু ঠিক থাকলে এ মাসের প্রথমভাগে জোলি ঢাকায় আসবেন বলে জানা গেছে।
মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান শুরু করলে প্রায় পৌনে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ২০১৭ সালেই মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন হলিউডের এ অভিনেত্রী।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh