তারেকুর রহমান | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
মরনঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ বিস্তারের আশঙ্কায় কক্সাবজারে লকডাউন চলছে। চলমান লকডাউন কার্যকর করার লক্ষ্যে মাঠে নেমেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (৫ এপ্রিল) সকালে নির্দেশনা অমান্য করে কিছু অটোরিক্সা, ইজিবাইক (টমটম) ও সিএনজি চলাচল শুরু করলে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে আনা হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় পথচারী, ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
দুপুর শহরের কয়েকটি এলাকায় সামাজিক দুরত্ব রক্ষায় অভিযান পরিচালনা করেন- জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজসহ অন্যান্যরা। এসময় শহরের আইবিপি মাঠ, নিউ মার্কেট, বাজারঘাটা এলাকা পরিদর্শন করেন ডিসি মো. মামুনুর রশীদ। তিনি সরকারি নির্দেশনা মতে লকডাউন মেনে চলতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন- শুধু শহরেই নয় এই লকডাউন, জেলার প্রতিটি প্রান্তেও লকডাউনবিধি মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর করোনা সংক্রমণের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। ফলে গাণিতিক হারে বাড়ছে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা। করোনার সংক্রমণ প্রতিরোধ করতে জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মতো যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিজেদের জীবন রক্ষার স্বার্থে সরকারের দেয়া সাতদিনের লকডাউন মেনে আমাদের সকলে করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’
গতবারের লকডাউনে প্রশাসনের পক্ষ থেকে নি¤œ আয়ের মানুষদের সহায়তা দেয়া হয়েছিল। এবার এমন কোন চিন্তা ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সংক্ষিপ্ত সময়ের একটি নিষেধাজ্ঞা। পরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh