লামা প্রতিনিধি | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতায় বিভিন্ন সময়ে জব্দ করা মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারী) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোর্ট চত্বরে ধ্বংস করা হয়।
এসময় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লামা থানা পরিদর্শন করেন।
তিনি দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিন।
এসময় লামা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, লামা কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এরপর লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
অনুষ্ঠান শেষে লামা কোর্ট ও লামা থানার বিভিন্ন মামলার আওতায় জব্দ করা ১৪৮ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
Posted ১০:০১ অপরাহ্ণ | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh