দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ১০ মার্চ ২০১৯
জেনিফার লোপেজ ও অ্যালেক্স রদ্রিগেজ- ফাইল ছবি
সব জল্পনার অবসান ঘটিয়ে বাগদান সম্পন্ন হয়ে গেল জনপ্রিয় মার্কিন গায়িকা জেনিফার লোপেজ ও সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের।
দুই বছর চুটিয়ে প্রেম করার পর এক আনুষ্ঠানিক সম্পর্কে বাঁধা পড়লেন তারা। এটি লোপেজের চতুর্থ আর রদ্রিগেজের দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে।
বাগদান সম্পন্ন হলেও বিয়ে নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশে আসেনি এই তারকা জুটির।
টাইমস অব ইন্ডিয়া বলছে, জেনিফার লোপেজের অনামিকায় বাগদানের আংটিসহ দুইজনের হাতে হাত ধরা একটি ছবি দেওয়া হয়েছে উভয়ের ইনস্টাগ্রামে। এতেই নিশ্চিত করা হয়েছে তাদের বাগদানের খবরটিও।
এর আগে ওজানি নোয়া, ক্রিস জুড ও মার্ক অ্যান্থনির সঙ্গে ঘর বেঁধেছিলেন লোপেজ। কিন্তু ওই তিন বিয়ের একটিও টেকেনি। সর্বশেষ ২০১১ সালে অ্যান্থনির সঙ্গে বনিবনা না হওয়ায় তারা বিচ্ছেদের পথে হাঁটেন।
এরপর লোপেজের জীবনে আসেন তার চেয়ে সাত বছরের ছোট সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ।
Posted ৯:২৫ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh