ডব্লিউএফপির সার্বিক সহযোগিতায় ও সুশীলন’র বাস্তবায়নে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজ অগ্রগতির অন্তরায় ও অভিশাপ বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের আহবান জানান।
এপেক্স কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি প্রতিনিধি মতিউর রহমান, সুশীলনের পক্ষে এফএসএন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী একেএম মো. রবিউল ইসলাম, এমএলও মো. খালিদ মাহমুদ, আজিজুর রহমান ও ফিল্ড অফিসার আহমদ হোসেন সহ অন্যরা।