দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে আজ মঙ্গলবারও আমরণ অনশন পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে বসে অনশন চালিয়ে যাচ্ছেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তিকরণের নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু পাঁচ মাস কেটে গেলেও এখনও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমাদের শুধু আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু ন্যায্য পাওনা আজও পাইনি।
ন্যায্য দাবি আদায়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেয়ায় বাধ্য হয়ে আমরণ অনশন পালনে নেমেছি। দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার কথাও জানান তারা।
প্রসঙ্গত, এমপিওভুক্তির দাবিতে গত ১০ই জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পেয়ে গতকাল সোমবার থেকে আমরণ অনশন শুরু করেন।
Posted ৬:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh