বার্তা পরিবেশক | বুধবার, ২০ মার্চ ২০১৯
কক্সবাজারে শিক্ষা মেলার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই শিক্ষা সপ্তাহ উললক্ষে ১৯ মার্চ সকাল ৯ টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠে শিক্ষা মেলা শুরু হয়। এতে জেলার ৮ উপজেলার পক্ষ থেকে স্টল পদর্শন করা হয়। পরে বিকাল ৩ টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ হাসান সারওয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম,উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল আজম,সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহামদ চৌধুরী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্ধ উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh