তারেকুর রহমান | শনিবার, ১৯ জুন ২০২১
‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলায় ঘর পাচ্ছে ১৪২৩টি ভূমিহীন-গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার (২০ জুন) আশ্রয়ণ২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। শুক্রবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে ‘ক’ শ্রেণীর পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ১৪২৩ একক ঘর প্রদানের উদ্যোগ নেয় সরকার। তার প্রথমধাপে নির্মিত ৩০৩ পরিবারকে চলতি বছরের ২৩ জানুয়ারী হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১১২০ টি গৃহের মধ্যে নির্মাণ সম্পন্ন হওয়া ১০১৮ টি (১ম পর্যায়ের ৫৬২টি ও ২য় ধাপের ৪৫৬টি) গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। এছাড়া আগামী ৩০ জুনের মধ্যে আরও ১০২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর প্রদান করা হবে। এ নিয়ে জেলায় মোট ১৪২৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বুঝে পাবে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্ধোধনের পর আমরা বাড়িগুলো হস্তান্তরকরবো। খাস জমি বন্দোবস্ত করে গৃহহীনদের বাড়ির পাশাপাশি জমিও দেয়া হচ্ছে।’ মো. মামুনুর রশীদ বলেন, ‘বিভিন্ন দেশে ভূমিহীন, গৃহহীনদের ঘরবাড়ি নির্মাণের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার নজির আছে, কিন্তু ভূমিহীন গৃহহীনদের কাছে এভাবে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ বসতবাড়ি দেয়ার নজির আর নেই। অসহায় মানুষকে এভাবে ঘর দেয়া ‘অন্তর্ভুক্তি উন্নয়নে শেখ হাসিনা মডেল’। বিশ্বে এটা নতুন মডেল, আগে কখনও কেউ এটা ভাবেননি। সরকার অসহায় ভূমিহীন গৃহহীনদের ঘর দেয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ‘অনিয়মের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জেলা প্রশাসনের কোনো কাজে অনিয়মের অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী মানুষের মুখে সবসময় হাসি থাকবে। বাংলার মানুষ বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাবার বুকে লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জমি দেয়ার পর সেখানে বসতঘর নির্মাণ করে দিচ্ছেন।’ এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী , কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh