নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ মার্চ ২০১৯
৩১ মার্চ অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলার নির্বাচন হবে ভিন্নধর্মী। জেলার অন্য ৭ উপজেলার ভোটাররা নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে রাখবেন। কিন্তু কক্সবাজার সদর উপজেলার ভোটাররা কম্পিউটারাইজড পদ্ধতিতে ভোট দেবেন। এ জন্য সদর উপজেলার সব বুথে স্থাপন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
নির্বাচন কমিশন ইতোমধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয় থেকে কক্সবাজার জেলা নির্বাচন অফিসারের পাশাপাশি রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিউর রহমান স্বাক্ষরিত ওই পত্রে শীঘ্রই এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করতে কক্সবাজার জেলা নির্বাচন অফিসকে নির্দেশ প্রদান করা হয়। ভোটারদের ইভিএমের ব্যবহার সম্পর্কে ধারণা দিতেই গণবিজ্ঞপ্তিটি জারি করা হবে। এক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ইভিএম পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি হবে না। এই পদ্ধতিতে একজনের ভোট অন্য জনের পক্ষে দেয়া সম্ভব নয়। ফলে ভোটাররা নিজ নিজ ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
Posted ১:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh