দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ২১ এপ্রিল ২০১৯
খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে’তে সিরিজ বোমা হামলার পরে দেশজুড়ে কারফিউ ঘোষণা করেছে শ্রীলংকান সরকার।
রোববার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ থাকবে।
খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে’তে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট সাতটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ১৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। রোববার (২১ এপ্রিল) পৃথক পৃথক জায়গায় এসব হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh