| মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯
একটা প্রবাদ আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
তো সকালে যারা নানা প্রয়োজনে আজ ঘর থেকে বেরিয়েছেন তারা বুঝেই গেছেন যে দিনটা আসলে কেমন যাবে। প্যাচপ্যাচে বৃষ্টি থাকবে, গরমও পড়বে সেই সাথে। শহরজোড়া প্যাঁচপ্যাঁচে কাদা হবে আর থাকবে যানজট।
ওদিকে সাগরও কিন্তু শান্ত হয়ে নেই। যে লঘুচাপের কথা বলা হচ্ছিলো সেটি এসে গেছে। আর তার কারণে কক্সবাজারসহ চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে এগিয়ে আসছে, সেইসঙ্গে হচ্ছে ঘনীভূত। এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও এর সংলগ্ন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর পশ্চিম দিয়ে এগোতে পারে।
অন্যান্য দিনের তুলনায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।
উপগ্রহের তথ্য বলছে, রাজধানীর আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি। সারাদিনই বজ্রপাতের আশংকা রয়েছে, আকাশে থাকবে মেঘ। আর তা ঝরে পড়বে সারাদিনে বেশ কয়েকবার।
বৃষ্টি-বাদলার এই দিনে সবাই সাবধানে থাকুন।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh