বার্তা পরিবেশক | রবিবার, ১৬ জুন ২০১৯
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার তরুণ সাংবাদিক এফ এম সুমনকে বাংলাদেশ নদী রক্ষা কমিটি “নোঙর” এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। রবিবার ১৬জুন “নোঙর” আনুষ্টানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার নাম ঘোষণা করে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন “নোঙর” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস। দেশের নদ নদী রক্ষার সামাজিক সংগঠন ইতিমধ্যেই “নোঙর” সারা দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষায় নদী যোদ্ধাদের নিয়ে জেলা কমিটি গঠন করার কাজ শুরু করেছে। কেন্দ্র থেকে বিভাগীয় পর্যায়ে এই কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ১. ঢাকা ২. খুলনা ৩. চট্টগ্রাম ৪. রাজশাহী ৫. বরিশাল ৬. সিলেট ৭. রংপুর ৮. ময়মনসিংহ। নদীমাতৃক দেশের নদী ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন নোঙর এর পতাকা তলে একতাবদ্ধ হোন। উল্লেখ্য যে, সাংবাদিক এফ এম সুমন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে জন্ম গ্রহন করেন তিনি বর্তমানে চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক টিভি চ্যানেল সিপ্লাস টিভি, অনলাইন সময়ে কন্ঠস্বর ও দৈনিক আজকে দেশবিদেশে কর্মরত রয়েছেন। তার পাশাপাশি তিনি নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন।
Posted ১১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh