দেশবিদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ গত মে মাসে দৈনিক কালের কন্ঠের দেশের অন্যতম সেরা রিপোর্টার হিসাবে মনোনীত হয়েছেন। কালের কন্ঠে গত ২৯ মে “এসব কিসের আলামত” শীর্ষক একটি চাঞ্চল্যকর রিপোর্টের জন্য দৈনিক কালের কণ্ঠ কর্তৃপক্ষ তাকে সেরা রিপোর্টারের ঘোষণা দেন।
কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক জনাব তোফায়েল আহমদ একটি জাতীয় পত্রিকায় প্রসংশিত রিপোর্ট পাঠিয়ে সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় দৈনিক আজকের দেশবিদেশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল বুধবার রাতে দেশবিদেশ কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, দেশবিদেশ পরিবারের পক্ষ থেকে সম্পাদক মোঃ আয়ুবুল ইসলাম, বার্তা সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপক বিজয় কুমার ধর, কম্পিউটার বিভাগের ইনচার্জ মোহাম্মদ নেছার, কম্পিউটার কর্মী সাইফুল ইসলাম রাসেল ও অফিস সহকারি সিদুল। এছাড়াও বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমেদ এবং এনজিও কর্মী রাজিবুল ইসলাম মোস্তাক উপস্থিত ছিলেন।
Posted ১২:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh