দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ০২ জুন ২০১৯
সাকিব আল হাসান। যার মুকুটে পালকের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। আরো এক পালকের মালিক হলেন এই অলরাউন্ডার। আজ (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দেখা পান অর্ধশতকের। তিনি এই নিয়ে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।
দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮৬ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে সাকিব। বাংলাদেশ জয় পায় সে ম্যাচে।
পরের বিশ^কাপে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে করেন ৬৩ রান।
সে ম্যাচে জয় পায় টাইগাররা। আর আজকের ম্যাচে ৭৫ রান করেন তিনি।
Posted ১০:৩২ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh