| শুক্রবার, ১৭ মে ২০১৯
সদ্য ঘোষিত জে এস সি পরীক্ষায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে সাখাওয়াত হোসেন সজীব জে এস সিতে সফলতার সাথে বৃত্তি পেয়েছে। সে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৮ নং গোয়ালিয়া পালং এর বার বার নির্বাচিত মেম্বার ও গোয়ালিয়া পালং কিন্ডার গার্টেন এবং সুলতান-সুফরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছৈয়দ আলম সুলতান মেম্বার এবং মোজাহের মেম্বারের সুযোগ্য নাতনী, সফুরা বেগমের ২য় পুত্র। তার এই ফলাফলের জন্য শিক্ষকবৃন্দ ও মাতা পিতার প্রতি কৃতজ্ঞ। সে ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের সেবায় নিয়োজিত রাখতে পারে সে জন্য সবার দোয়া চেয়েছেন।
শুভেচ্ছান্তে
এস এম কলিম উল্লাহ
Posted ১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh