লিটন কুতুবী : | রবিবার, ১২ এপ্রিল ২০২০
কুতুবদিয়া দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে জাল বসিয়ে মাছ ধরারত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ধাওয়া দিলে জেলেরা পালিয়ে যায়। পানিতে ভাসমান অবস্থায় প্রায় সাড়ে ১২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী।
রবিবার (১২ এপ্রিল) সকালে বাংলাদেশ নৌবাহিনীর নৌ-জা অপরাজয় জাহাজটি কুতুবদিয়া দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে জাহাজটি ঘটনাস্থলে যায়। নৌবাহিনীর জাহাজ দেখে শতাধিক জেলে তাদের ৪টি নৌকা যোগে জাল ফেলে পালিয়ে যায় বলে লে. রিপাত আহমেদ নিশ্চিত করেন।
উক্ত কারেন্ট জাল উদ্ধারের পর রবিবার দুপুর দেড়টায় কুতুবদিয়া উপকূলের আলী আকবর ডেইল জেলে পাড়া এলাকায় মৎস্য অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
Posted ৭:৩০ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh