দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
ইরাকি মডেল এবং সোশ্যাল মিডিয়া তারকা তারা ফারেজকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়েছে। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যাম্প সারাহ’য় বন্দুকধারীর গুলিতে নিহত হন এই সাবেক মিস বাগদাদ এবং মিস ইরাক প্রতিযোগিতার প্রথম রানার-আপ।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান ইরাকি টেলিভিশনে জানান, ফারেজ একটি গাড়ির ভেতর অবস্থানকালে দুইজন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে।
জানা যায়, ২২ বছর বয়সী খ্রিস্টান ধর্মালম্বী ফারেজের বাবা ইরাকি এবং মা লেবানিজ। তিনি এরবিলে বসবাস করলেও মাঝে মাঝে রাজধানীতে আসতেন।
সাহসী পোশাক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ইনস্টাগ্রামে তার প্রায় ৩০ লাখ ফলোয়ার। ফারেজের মৃত্যুর পর তার ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি প্রকাশ করে শোক জানানো হয়।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh