| মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
সাবেক সফল রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির চেয়ারম্যান, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ২০১৪ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাপা মনোনীত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ তাহা ইয়াহিয়া। এক বিবৃতিতে তরুণ জননেতা, শিল্পপতি তাহা ইয়াহিয়া, বলেন-পল্লী বন্ধু এরশাদ ছিলেন সত্যিকার বাংলাদেশ বিনির্মাণের মহা নায়ক। তাঁর ৯ বছরের শাসনামলে দেশের যে উন্নয়ন হয়েছে তা সত্যিই বিরল। দেশ গঠনে, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায়, সামগ্রিক সু-শাসন কায়েমে সাবেক প্রেসিডেন্ট এরশাদ যে ভূমিকা রেখেছিলেন তা দেশবাসী চিরদিন মনে রাখবে। তিনিই সর্বপ্রথম পবিত্র ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশবাসী হারাল দেশপ্রেমিক জাতীয় নেতা এবং বিশ^বাসী হারাল মুসলিম বিশে^র ক্যারিসম্যাটিক নেতাকে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবার ও সারা দেশের জাপার কোটি কোটি নেতা-কর্মী, সমর্থকদের সমবেদনা জানাচ্ছি।
Posted ১:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh