দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
ইসরায়েলের মাটিতে একটি চ্যারিটি ম্যাচে মাঠে নামে ব্রাজিলিয়ান লেজেন্ড নামে একটি দল। ব্রাজিলিয়ান লেজেন্ড নামে এ দলটি গঠন করা হয় ইতালিয়ান ক্লাব এসি মিলান ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক তারকাদের নিয়ে।
ম্যাচে রোনালদিনহো, কাফু, রিভালদো, রবার্তো কার্লোস, বেবেতো, কাকার মতো তারকারা অংশ নেন এতে। এ ম্যাচে ইসরায়েলকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান লেজেন্ড।
বিরতির পর ৫০ মিনিটে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়। এসময় ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকাকে হলুদ কার্ড দেখান মাঠের রেফারি। কিন্তু হলুদ কার্ডে তো খেলা বন্ধ থাকার কথা না। এরপরই রেফারি কাকার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। সেটি পূরণ করেন ২০০৭ এর ব্যালন ডি অর জয়ী তারকা।
এর আগে বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় গোলে দলকে ৩-২ এ এগিয়ে রাখেন কাকা। পরে মারসিও অ্যাম্ব্রোসো গোল করলে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে ব্রাজিলিয়ান লেজেন্ড।
Posted ১০:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh