তারেকুর রহমান | বুধবার, ০৪ মে ২০২২
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাইফুল (১৬) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রায়হান (১৪) নামের আরেক রোহিঙ্গা শিশু।
বুধবার (৪ মে) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী সুপার ভাইজার মো. মাহবুব আলম।
নিহত সাইফুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে।
মাহবুব আলম জানান, বুধবার বিকেলে সাইফুল ও রায়হান সমুদ্রে গোসল করতে নামে। গোসল করতে নেমে তারা পানির স্রোতে ভেসে যায়। এতে রায়হানকে উদ্ধার করা গেলেও তাৎক্ষণিক সাইফুলের সন্ধান পাওয়া যায়নি। অনেক্ষণ পরে তাকে ভাসতে দেখা গেলে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখার পর মৃত ঘোষণা করেন। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্রসৈকতে বেড়াতে আসে বলে জানা যায়।
তিনি জানান, এব্যাপারে আমরা পুলিশকে খবর পাঠিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নিবেন।
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ০৪ মে ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh