নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ আগস্ট ২০১৮
কক্সবাজারে ইউএনএইচসিআর কর্মকর্তা সলোমন মুলাটের মৃতদেহ উদ্ধারের ঘটনায় একই অফিসের কর্মকর্তা জাফরীন আফসারী ও তার স্বামী মি. রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার অভিজাত হোটেল ওশ্যান প্যারাডাইজ থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ চৌধুরী। আটক জাফরীন আফসারী ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা বলে জানান ওসি। ওসি খন্দকার ফরিদ বলেন, গত সোমবার সকাল থেকে ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সোলেমান মুলাটা নিখোঁজ হন। এ ঘটনায় ওইদিন রাতেই ইউএনএইচসিআরের এক কর্মকর্তা থানায় জিডি করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল পয়েন্টে জেলেদের জালে আটকা পড়ার পর সোলেমান মুলাটার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওসি জানান, মৃতদেহের সঙ্গে পাওয়া কিছু ডকুমেন্ট দেখে সোলেমান মুলাটার পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃতদেহটি ২/৩ দিন আগের হওয়ায় মুখম-লসহ পুরো শরীর বিকৃত হয়েছে গেছে। তিনি বলেন, ‘আটক জাফরীন আফসারীর সঙ্গে ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ে কমর্রত ‘শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা’ সোলেমানের প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তাছাড়া সোলেমান মুলাটা অতিরিক্ত মদপায়ী ছিলেন। দুজনের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিয়ে এ হত্যাকা- ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইউএনএইচসিআরে কর্মরত জাফরীন আফসারী ও তার স্বামীকে আটক করেছে। ঘটনার প্রথমদিকে পুলিশ ধারণা করেছিল,সাগরে গোসল করতে নেমে সোলেমান মুলাটা নিখোঁজ হয়েছিলেন।’ আটকদের জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর ঘটনা সম্পর্কে জানা সম্ভব হবে বলে জানান ওসি ফরিদ।
Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ আগস্ট ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh