দেশবিদেশ প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
আধুনিক এবং রুচিসম্মত খাবার নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে যাত্রা শুরু করেছে “স্টারিনাস কিচেন” নামে একটি আধুনিক রেস্টুরেন্ট। যেখানে চাইনিজ, ইন্ডিয়ান এবং বাংলা খাবার বিক্রি করা হবে।
সোমবার বিকেলে কলাতলী হোটেল-মোটেল জোনের লাবণী পয়েন্টে ফিতা এবং কেক কেটে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান।
এসময় উদ্বোধক এবং প্রধান অতিথি এসপি জিল্লুর রহমান বলেন, অনেকগুলো রেস্তোরঁার মধ্যে “স্টারিনাস কিচেন” তাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের ক্ষেত্রে ভিন্নতা আনবে নিশ্চয়। কারণ নতুন কোন প্রতিষ্ঠানে নতুনত্ব না থাকলে সেখানে মানুষ আগ্রহের সাথে নাও যেতে পারে। তাই দেশি-বিদেশি পর্যটকদের মাঝে এই রেস্টুরেন্টকে আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তুলতে খাবারে মান ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা কক্সবাজার হিন্দু বৌদ্ধ খৃষ্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক নারীনেত্রী দীপ্তি শর্মা, টিনটিন, সাংবাদিক নেতা দীপক শর্মা দীপু, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা মারিয়া রে এবং স্টাইলন পেনহেরো, ইব্রাহিম খলিল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৩:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh