নিজস্ব প্রতিবেক | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৩, ৪ ও ৫ ওয়ার্ডের হত:দরিদ্রদের মাঝে কেজি প্রতি ১০ টাকা দামে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী জনবান্ধব জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১১ সেপ্টেম্বর সকালে এবং মহেশখালী-কুতুবদিয়ার জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের আন্তরিকতায় এবং তার পক্ষে মহেশখালীর কালারমারছড়াতে জনপ্রতি ৩০ কেজি করে প্রতি কেজি ১০ টাকা দামে চাউল বিক্রির উদ্বোধন করেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য সরওয়ার আজিম। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে সরওয়ার আজিম বলেন, দেশের হত:রিদ্রদের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা দামে চাউল বিক্রির কর্মসূচী নিয়েছেন। তারই ধারাবাহিকতায় মহেশখালীতে এতদঞ্চলের জনপ্রিয় সাংসদ মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়নের রূপকার আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সার্বিক তত্বাবধানে এ চাউল বিক্রি করা হচ্ছে। সরওয়ার আজিম আরো বলেন, শেখ হাসিনার সালাম নিন, দশ টাকা দামে চাউল নিন। দশ টাকা দামে চাউল খাবো, নৌকা মার্কায় ভোট দিবো। অতীতে কোন সরকার অসহায় দরিদ্রদের কথা এভাবে কখনও চিন্তা করেনি। একমাত্র শেখ হাসিনার সরকার এমন মহৎ চিন্তা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে। স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক মহেশখালীর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার উন্নয়ন সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করায় এলাকার জনগণ আবারও তাকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া আসনে এমপি হিসেবে দেখতে চায়।
Posted ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh