সাইফুল ইসলাম | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন জায়গা দখল করে অবৈধ স্থাপনা, নালা নর্দমা, ড্রেনের ওপর ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করছে প্রভাবশালী মহল। এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়কের উপর অবৈধভাবে গড়ে ওঠা একটি বাড়ির দেয়াল ভেঙ্গে দিয়েছে। পাশের প্রায় ১০টি দোকানদারকে ২দিনের মধ্যে নিজস্ব উদ্যোগে এসব দোকান ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, শহরের অলিগলিতে সড়কের উপর যারা অবৈধ স্থাপনা, নালা নর্দমা, ড্রেনের উপর ঘরবাড়ি, স্থায়ী ও অস্থায়ী দোকানপাট তৈরি করার কারণে সড়কের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে। যতো বড়ই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। ক্রমান্বয়ে শহরের ফুটপাত দখল করে গড়ে তোলা সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে।
Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh