দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ২০ মে ২০১৯
হজযাত্রী (ছবি- সংগৃহীত)হজযাত্রীদের জন্য ভিসা আবেদনের আগেই বিমানের টিকিট কিনতে হবে হজ এজেন্সিগুলোকে। বিমানের টিকিট ছাড়া ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ করা হবে না।
সোমবার (২০ মে) হজ ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সরাসরি হজ এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি করবে।
সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, এ বছর হজ এজেন্সিগুলো হজ অফিসে ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় বিমানের টিকিট দেবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহণ করা হবে না। এ ছাড়া হজের ফ্লাইট চলার সময় এজেন্সিগুলোর কার্যক্রম ও অগ্রগতি তদারকি করতে ধর্ম মন্ত্রণালয়ের ৩টি টিম সার্বক্ষণিক কাজ করবে। এ বছরই প্রথম বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন হবে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, বিমান সচিব মো. মুহিবুল হক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh