কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি এলাকায় লোকালয়ে আসা একটি বন্যহাতিকে তাড়াতে গিয়ে এ্যালিফেন্ট রেসপন্স টিমের (ইআরটি) এক সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন।
মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (২৬)। তার বাড়ি উপজেলার ফাঁসিয়াখালীতে।
তিনি জানান, সোমবার সকালে বিএমচরের পাহাড়ি এলাকার লোকালয়ে চলে আসে একটি বন্যহাতি। হাতিটিকে আবার বনে ফেরাতে কাজ করে ইআরটি সদস্যরা। চকরিয়া হাসপাতালে এদিন দুপুরে তিনি মারা যান।
এ সময় আগুন দিয়ে হাতিকে ভয় দেখাতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে আহত হন মোহাম্মদ আলী। পরে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।