টেকনাফ অফিস। | সোমবার, ১৮ মার্চ ২০১৯
হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার (৭২) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহহি অইন্না … রাজেউন)। সোমবার সন্ধায় তিনি মৃত্যুবরন করেন।
জানা যায়, সোমবার বিকালে সাবরাং বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীর সমর্থনে নৌকা প্রতিকের জনসভায় বক্তব্য প্রদান করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি অসুস্থ্য হয়ে পড়লে সভাস্থল ত্যাগ করে চিকিৎসার উদ্দেশ্যে কক্সবাজারের যাওয়ার পথে কুতুপালং এনজিও পরিচালিত হাসপাতালে চিকিৎসা নেন।
পরে কক্সবাজার যাওয়ার পথে কোটবাজার এলাকায় পৌঁছলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে, মা ও নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মৃত্যুকালে তিনি হ্নীলা ইউপির দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
এইচকে আনোয়ার এর ছেলে আলী হোসেন শোভন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh