জসিম উদ্দিন টিপু, টেকনাফ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ হ্নীলা শাখা ১৯৬টি শাখার মধ্যে গ্রামীণ (রোরাল)পর্যায়ে আবারো দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
ব্যাংক সুত্র জানায়,২০২১ইং সমাপনী বর্ষে দেশের ১৯৬টি শাখার মধ্যে লো কষ্ট ডিপোজিট সংগ্রহে দ্বিতীয় স্থান লাভ করেছেন। এছাড়া ডিপোজিট মিক্সিংয়েও ব্যাংকটি ৫ম স্থান অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেন।
এর আগেও প্রতি বছর ব্যাংকটি বিভিন্ন পর্যায়ে পুরস্কার লাভ করে আসছেন।
সুত্রে জানাগেছে, হ্নীলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ২০১৪ সনের ৪ জুন যাত্রা শুরু করেন। ব্যাংকটিতে বর্তমানে প্রায় ১৬হাজার গ্রাহক রয়েছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে হ্নীলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হ্নীলা- হোয়াইক্যং এবং বাহারছড়ার মানুষের মাঝে ব্যাংকিং সেবা দিয়ে আসছেন। গ্রাহকরা জানান,সেবাদানে হ্নীলা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এখানকার অপরাপর ব্যাংকের চেয়ে বহুগুণ এগিয়ে।
ব্যাংকের ব্যাবস্থাপক আবু মোঃ সানা উল্লাহ জানান,গ্রাহকের সর্বোচ্চ সেবাদানে হ্নীলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বদ্ধপরিকর। আন্তরিকতা এবং সর্বোচ্চ মানসিকতা নিয়ে সেবাদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। সর্বোপুরি ব্যাংকিং পর্যায়ে কৃতিত্বপূর্ণ সম্মান অর্জনে তিনি হ্নীলা-হোয়াইক্যং এবং বাহারছড়াবাসীসহ সর্বস্তরের গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Posted ৮:১১ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh