| রবিবার, ১৯ মে ২০১৯
১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। আর পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
নির্ধারিত ওয়েব সাইটে ntrca.teletalk.com.bd ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হয়েছে।
জানা গেছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। এ পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী ।
গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরপরে গত ১৯ এপ্রিল প্রিলিমিনারির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Posted ২:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh