তারেকুর রহমান | শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ভিড়
২০২১ সালের শেষ দিনের সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ভিড় করেছে হাজারো মানুষ। উন্মুক্তভাবে থার্টি-ফার্স্ট উদযাপন করা না গেলেও বছর শেষ দিনে সূর্যাস্ত দেখতে ভিড় করেন তারা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) শেষ বিকেলে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সূর্যাস্তের সময় ভিড় দেখা গেছে। রাত ১২টার পরে শুরু হবে ২০২২ সালের নতুন বছরের পথচলা। মহামারি করোনা সংকট কাটিয়ে নতুন বছরের নতুন পথচলার প্রত্যাশায় সকলের।
বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ভিড়
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতসহ পর্যটন স্পটে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছে। কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে নজরদারি ও মনিটরিং রয়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে পুলিশের সদস্যরা রয়েছে। পর্যটকদের সুবিধা-অসুবিধা সবসময় দেখভাল করছে তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. আবু সুফিয়ান বলেন, দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের বাড়তি নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বিবেচনা করছে জেলা প্রশাসন। তাদের নিরাপত্তার জন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের জনবল নিয়োজিত রয়েছে।
বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ভিড়
রাজশাহী থেকে আগত রাইসুল-হাবিবা দম্পতি বলেন, ‘বিয়ের পর এই প্রথম কক্সবাজার আসা। আমাদের আশা ছিল ২০২১ সালের শেষ দিনটা কক্সবাজারে কাটাবো। আল্লাহ্ সেই আশা পূরণ করেছে। অনেক ভালো লাগছে। বছরের শেষ সূর্যাস্তটা দেখে মনটা আনন্দে ভরে গেলো।’
গাজীপুরের শাহজাহান মিঞা বলেন, ‘অনেক আগে আমার কক্সবাজার আসার কথা ছিল। কিন্তু বাড়তি দাম এবং পর্যটক ধর্ষণের ঘটনা শুনে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম। পরে যাচাই করে দেখি এসব তথ্য ভিত্তিহীন। তাই পুরোপরিবার নিয়ে এ বছরের শেষ দিন কক্সবাজারে কাটাতে আসলাম। এসে খুবই ভালো লাগছে। অনেক মজা করেছি আমরা।’
Posted ৯:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh