দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
ভারতের বেঙ্গালোরের আকাশে ইন্ডিগোর দু’টি বিমান হঠাৎ মুখোমুখি হয়ে যায়। তবে দুই বিমানের চালককে ট্রাফিক কলিশন অ্যাভয়েডান্স সিস্টেম সতর্ক করায় কোন দুর্ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার এ ঘটনায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রায় তিন শতাধিক যাত্রী।
এ ব্যাপারে ইন্ডিগোর জানিয়েছে, একটি কোয়েমবত্তুর থেকে হায়দরাবাদ এবং অন্যটি বেঙ্গালোর থেকে কোচি যাচ্ছিল। বেঙ্গালোর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমটিকে ৩৬ হাজার ফুট উচ্চতায় এবং দ্বিতীয় বিমানটিকে ২৮ হাজার ফুট উচ্চতায় উড়তে বলে। কিন্তু বিমান দুটো যথাক্রমে ২৭ হাজার তিনশ ফুট এবং ২৭ হাজার পাঁচশ ফুট উচ্চতায় থাকাকালীন কাছাকাছি চলে আসে। এ সময় দুটি বিমানের মধ্যে উচ্চতার ব্যবধান ছিল মাত্র দুইশ ফুট। বিমানের ট্রাফিক কলিশন অ্যাভয়েডান্স সিস্টেম যদি চালকদের সতর্ক না করে দিত, তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার পর এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। দেশবিদেশ/১২ জুলাই ২০১৮/নেছার
Posted ৯:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh