তারেকুর রহমান | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
কক্সবাজারের উখিয়া পালংখালীর ময়নারঘোনা এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটকরা হলেন, হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্প-২২ ব্লক-এ/২ এর বাসিন্দা মৃত সৈয়দ হোসেনর স্ত্রী খতিজা বেগম (৫০) এবং পালংখালী সফিউল্লাহ কাটা ক্যাম্প-১৬ ব্লক-এ/৫ এর বাসিন্দা আলী আহমদের স্ত্রী ফাতেমা আক্তার (২৭)।
মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উখিয়া পালংখালীর ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিস সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে ২ নারীকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Posted ১১:২৬ অপরাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh