তারেকুর রহমান | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় সেই পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
তিনি জানান, শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গেল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া মালুমঘাট এলাকায় পিকআপ চাপায় ৫ ভাই নিহত হয়।
পিকআপ ভ্যানের চাপায় নিহত পাঁচ ভাই হলেন- অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৮)।
গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। আরেক ভাই প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে একটি মামলা করে।
ঘটনার দিন বিকালে ডুলাহাজারার রংমহল এলাকা থেকে স্থানীয় জনগণ পিকআপটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও গাড়ির চালককে আটক করতে না পাড়ায় নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে।
অবশেষে শুক্রবার রাতে ঘাতক চালক সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হলো র্যাবের সদস্যরা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ার সুরেশ চন্দ্র সুশীল। গত মঙ্গলবার তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। শ্রাদ্ধ শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুরেশ চন্দ্রের ৫ ছেলে।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh