নিজস্ব প্রতিবেদক, নিজস্ব সংবাদদাতা, মহেশখালী | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
কক্সবাজারের মহেশখালী সোনাদিয়ায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে পুলিশ । এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও রাম দা উদ্ধার করা হয়েছে ।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।
আটকরা হলেন – সোনাদিয়ার মাহমুদের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ী নতুন বাজারের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দিন (২৭), মাতারবাড়ী মিয়াজির পাড়ার আবুল হোসনের ছেলে মো. সাগর (২৫), মাতারবাড়ী সাইরার ডেইলের আবুল হোসনের ছেলে আব্দুল মালেক (৩৫) ও কক্সবাজার সদরের নাজিরাটেকের টেকপাড়ার মিয়া হোসেনের ছেলে মো. শহিদ।
ওসি জানান, সোমবার বিকেলে সোনাদিয়ার পূর্ব-পশ্চিম পাড়ার বরইতলা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালের তাদেরকে আটক করা হয় ৷
তিনি জানান, গত ২২ ডিসেম্বর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারে ডাকতির সময় জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ সহ ১৫জন আহত হয় এবং নগদ টাকা, মাছসহ মূল্যবান জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায়। এর পরে জলদস্যুদের ধরতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়।
অবশেষে পুলিশ তাদেরকে সোনাদিয়ায় সাগরে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ আটক করে করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র ও সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
Posted ৮:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh